Rangapur Bartabaha, The first Bangla weekly newspaper published from East Bengal. The Rangpur Bartabaha was first published in August 1847 (Bhadra, 1254 BS) with the financial support from Kalichandra Ray, the zamindar of Pargana Kundi in Rangpur.
It continued publication up to 1854 without any major interruption.Gurucharan Sharma Roy was its first editor, and after his death Nilambar Mukhopadhyaya purchased its ownership . It used to come out every Tuesday from the Jantralay' and had a circulation of about 100 copies. The yearly subscription was Taka six; and Taka four if paid in advance.
In the beginning, the Rangapur Bartabaha published news garnered from other newspapers, mostly from Calcutta. Later it started publishing local news. The most important section of the paper contained deliberationson the prose pattern of Bangla. Initially its tone was pro-government and its appreciation of landlords was a common item. Later it became critical of alien rule and its disastrous effect on the people. Its publication finally stopped in 1857. The Rangapur Bartabaha throws light on the socio-economic and educational conditions of mid-nineteenth century northern Bengal. [ Ratan Lal Chakraborty]
It continued publication up to 1854 without any major interruption.
In the beginning, the Rangapur Bartabaha published news garnered from other newspapers, mostly from Calcutta. Later it started publishing local news. The most important section of the paper contained deliberations
রঙ্গপুর বার্তাবহ পূর্ববঙ্গ থেকে প্রকাশিত সর্বপ্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। রংপুরের কুনডি পরগণার জমিদার কালীচন্দ্র রায়ের আর্থিক আনুকূল্যে ১৮৪৭ সালের আগস্ট মাসে (বাংলা ভাদ্র, ১২৫৪) পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। ১৮৫৪ সাল পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য বিরতি ছাড়াই এর প্রকাশনা অব্যাহত থাকে। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন গুরুচরণ শর্মা রায়। তাঁর মৃত্যুর পর নীলাম্বর মুখোপাধ্যায় পত্রিকাটির স্বত্ব কিনে নেন। এরপর এটি ‘বার্তাবহ যন্ত্রালয়’ (Bartabaha Jantralay) থেকে প্রতি মঙ্গলবার প্রকাশিত হতো এবং এর প্রচারসংখ্যা ছিল প্রায় একশ। বার্ষিক চাঁদার হার ছিল ছয় টাকা, অগ্রিম প্রদান করলে চার টাকা। প্রাথমিক অবস্থায় রঙ্গপুর বার্তাবহ কলকাতার সংবাদপত্র হতে সংগৃহীত সংবাদই বেশির ভাগ পরিবেশন করত। পরবর্তীকালে এটি স্থানীয় সংবাদ প্রকাশও শুরু করে। এ পত্রিকার এক অতি গুরুত্বপূর্ণ বিভাগ জুড়ে থাকত বাংলা গদ্যরীতি নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা। প্রাথমিক পর্যায়ে পত্রিকাটি ছিল সরকারঘেঁষা এবং ভূস্বামীদের প্রশংসা করা ছিল এর একটি সাধারণ বৈশিষ্ট্য।
পরবর্তীকালে পত্রিকাটি বিদেশী শাসন এবং জনগণের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমালোচনামুখর হয়ে ওঠে। ১৮৫৭ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। উনিশ শতকের মধ্যভাগে উত্তর বাংলার আর্থ-সামাজিক এবং শিক্ষাব্যবস্থার ওপর রঙ্গপুর বার্তাবহ আলোকপাত করে। [রতন লাল চক্রবর্তী]
বাংলাদেশের প্রথম সংবাদপত্রটি কিন্তু ঢাকা থেকে প্রকাশিত হয়নি। ১৮৪৭ সালের আগস্টের শেষভাগে রংপুর থেকে প্রকাশিত হয়েছিল। যার নাম "রঙ্গপুর বার্তাবহ"। কুন্ডির জমিদার কালী চন্দ্র রায় চৌধুরীর অর্থায়নে প্রকাশিত হয় এই পত্রিকা।
এর সম্পাদক ছিলেন গুরুচরন রায়। স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের প্রথম সংবাদপত্র সম্পাদক। এই পত্রিকা ছাপানো হতো ‘বার্তাবহ যন্ত্র’ নামে বাংলাদেশের প্রথম ছাপাখানা থেকে।
১৮৫৭ সালের ১৩ জুন তৎকালীন গভর্নর লর্ড ক্যানিং জারী করেন ১৫ নং আইন। মুদ্রণ যন্ত্রের স্বাধীনতানাশক এই আইনে ১৮৫৯ সালে বন্ধ করে দেয়া হয় “রঙ্গপুর বার্তাবহ”।
0 comments:
Post a Comment