কার্ল মার্ক্স ছিলেন শিল্প বিপ্লবের যুগের মানুষ। তার আলোচনায় উপস্থিত
ছিল শ্রমিকশ্রেণি আর তাদের শ্রমের ওপর আয়েশ করা ধনিকশ্রেণির বৈষম্য,
সমাজচিত্র আর পুঁজিবাদের কদর্যরূপ। সেই আলাপগুলোও, স্বাভাবিকভাবেই ছিল
কাগজে লেখা। সেই আলাপগুলোই কালের বিবর্তনে, কাগজ ছাপিয়ে আধুনিক প্রযুক্তির
কল্যাণে নানা মাধ্যমেও ছড়িয়ে পড়ছে মানুষের অসম সমাজের দুর্দান্ত বিবরণ
হিসেবে।
একটি ছাপাখানা বা প্রিন্টিং প্রেস বলতে কোন লেখা বা ছবিকে যন্ত্রের মাধ্যমে কাগজে উপস্থাপন করাকে বুঝানো হয়। বিশাল পরিমাণে এবং অল্প সময়ে অনেক বেশি মূদ্রন করার জন্যই ছাপাখানার ব্যবহার হয়ে থাকে। সাধারণত বিভিন্ন গ্রন্থ বা এর লেখা ছাপার জন্যই ছাপাখানা ব্যবহার হয়ে থাকে। যাবতীয় বই, পত্রিকা, বিজ্ঞাপন প্রচার পত্র সবই এই ছাপা খানার অবদান।
তারিক মনজুর
যদিও এই প্রশ্ন তর্কাতীত নয়, তবু সমাচার দর্পণকেপ্রথম বাংলা পত্রিকা হিসেবে ধরা হয়। ২০০ বছর আগে ১৮১৮ সালের ২৩ মে এটি বের হয় শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে। জশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড ছিলেন সাপ্তাহিকটির উদ্যোক্তা; আর জন ক্লার্ক মার্শম্যান ছিলেন সম্পাদক। এর দাম ছিল চার আনা। ১৮৩৬ সালে পত্রিকার সার্কুলেশন ছিল ৪০০, যা ওই সময়ে সর্বোচ্চ। ১৮৪১ সালের ডিসেম্বর পর্যন্ত পত্রিকাটি প্রকাশিত হয়।
Rangapur Bartabaha, The first Bangla weekly newspaper published from East Bengal. The Rangpur Bartabaha was first published in August 1847 (Bhadra, 1254 BS) with the financial support from Kalichandra Ray, the zamindar of Pargana Kundi in Rangpur.